Assistant Teacher - Mahfuz Ahmed
প্রবাহমান নদী জনগনের উদ্দেশ্যে “ফ্রান্সের প্রাক্তন সম্রাট নেপোলিয়ানের একটি বিখ্যাত উক্তি হলো-তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি উপহার দিব।” নেপোলিয়ানের এই উক্তিকে আদর্শ হিসেবে গ্রহণ করে নওপাড়া আদর্শ বালিকা উ”চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল ২০০২ সালে। কার্যত অত্র বিদ্যালয়ের মূল লক্ষ্য দুটি। সে দুটি হলো শিক্ষিত মা এবং আদর্শবান মা সৃষ্টি করা। বিদ্যালয়টির নামের মধ্যে উক্ত দুটি মৌলিক আদর্শ প্রস্ফুটিত। আদর্শবান শিক্ষিত মা সৃষ্টি করার লক্ষ্যে ২০০২ সালে নওপাড়ার বেশ কয়েকজন মুরুব্বী ও যুবক ২০০২ সালে নওপাড়া আদর্শ বালিকা নামে শিক্ষায়তনটি প্রতিষ্ঠা করে। উক্ত প্রতিষ্ঠানের জন্য যারা জমিদান করেছিলেন তারা হলেন সর্ব জনাব মোখলেছুর রহমান ভূইয়া, ডা: ফজলুল হক ও সালেহ আনোয়ার আহমেদ। এই তিন জন ব্যক্তি ছাড়াও আরো এই বিদ্যালয়টি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নিয়েছিলেন সর্ব জনাব আলহাজ্ব মুস্তাফিজুর রহমান, আলহাজ্ব খালেকুজ্জামান, অধ্যাপক সাইখুল ইসলাম, আতাউর রহমান খান, মাহফুজুর রহমান ভূইয়া, আলহাজ্ব মাকসুদুর রহমান ভূইয়া, আলহাজ্ব মেনহাজুর রহমান রাজু ভূইয়া, আলহাজ্ব ইঞ্জিনিয়ার ফাইজুর রহমান ভূইয়া জুয়েল, খাদেমুল ইসলাম ফয়সাল, নাইমুল ইসলাম খালেদ, সাইফুর রহমান সায়েম, প্রমুখ। হাজী ইলিয়াস, সাবেক মেয়র, মাধবদী পৌরসভা। নওপাড়ার শিক্ষাবিদ অধ্যক্ষ আলহাজ্ব জয়নাল আবেদীন বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বিদ্যালয়টির প্রতিষ্ঠাকালীন ম্যানেজিং কমিটির সভাপতি ছিলেন মোখলেছুর রহমান ভূইয়া। প্রথমদিন বিদ্যালয় ছাত্রী ভর্তি হয়েছিল ৭৫ জন। এই ৭৫ জন ছাত্রী নিয়ে বিদ্যালয়টির যাত্রাশুরু। বর্তমানে এর ছাত্রী সংখ্যা তিন শতাধিক। বিদ্যালয়ের যাত্রা শুরুতে এলাকার অনেক শিক্ষিত তরুণী বিনা বেতনে বিদ্যালয়ে শিক্ষকতা করেছেন। ব¯‘ত এই তরুণীদের শ্রমেই বিদ্যালয়টির প্রাথমিক ভিত্তি গড়ে উঠে। ২০০৩ সালের জানুয়ারী থেকে বিদ্যালয়টি নিম্ন-মাধ্যমিক বিদ্যালয় হিসেবে সরকারী অনুমতি (পাঠদানের অনুমতি) পায়। ২০০৭ সালে নিম্নমাধ্যমিক বিদ্যালয় হিসেবে মাধ্যমিক ও উ”চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ঢাকার স্বীকৃতি পায়। ২০১০ সালে নবম শ্রেণি পাঠদানের অনুমতি পায়। ২০১২ সালে বোর্ড থেকে মাধ্যমিক বিদ্যালয় হিসেবে স্বীকৃতি পায়। ২০১১ সালে বিদ্যালয় থেকে এস এস সির প্রথম ব্যাচ পরীক্ষা দিয়ে বের হয়। বিদ্যালয়ের এস এস সি তে তিনবার শতভাগ পাস করেছে এবং জিপিএ-৫ পেয়েছে বেশ কয়েকজন ছাত্রী। বিদ্যালয়ের আর্থিক ব্যাপারে ১। মাকসুদুর রহমান ভূঞা ২। আতাউর রহমান খান ৩। আলহাজ্ব মেনহাজুর রহমান ভূইয়া রাজু ৪। ইঞ্জিনিয়ার ফাইজুর রহমান ভূঁইয়া জুয়েল, আলহাজ্ব মো: খাদেমুল ইসলাম বিশেষ ভূমিকা রাখেন। মাননীয় সংসদ সদস্য ও প্রাক্তন প্রতিমন্ত্রী জনাব লেঃ কর্ণেল (অব:) নজরুল ইসলাম হিরু, বীর প্রতিক এর চেষ্ঠায় শিক্ষা প্রকৌশল বিভাগ থেকে চার তলা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। নওপাড়া এলাকাবাসীর উদ্যোগে ও সহযোগীতায় বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে এবং হাঁটি হাঁটি পা পা করে যৌবনে পৌছেছে।
পূর্ণ নাম | পদবী | মোবাইল | ইমেইল | যোগদানের তারিখ |
---|---|---|---|---|
Mahfuz Ahmed | Assistant Teacher | 01912798101 | mahfuahmed8135@gmail.com | 2023-10-20 |