গাজীপুরের কালিয়াকৈরে সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজে শনিবার (২৮ জানুয়ারি) দিনব্যাপী আয়োজন করা হয়েছে পিঠা উৎসব।
পিঠা উৎসব উদ্বোধনের সময় কালিয়াকৈর পৌরসভার মেয়র মজিবুর রহমান, ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, সফিপুর আইডিয়াল পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান, কালিয়াকৈর পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর আহাদ আলী ও মৌচাক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল ওহাব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।